বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:০৪:৪৫

নরেন্দ্র মোদির আমন্ত্রণ খোলাখুলি প্রত্যাখ্যান করলেন অভিনেতা দেব

নরেন্দ্র মোদির আমন্ত্রণ খোলাখুলি প্রত্যাখ্যান করলেন অভিনেতা দেব

বিনোদন ডেস্ক : আগামী ৭ তারিখ পশ্চিমবঙ্গের হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন। মেদিনীপুর জেলা তথা ঘাটালের সাংসদ হিসাবে ওই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে। সেই খবর চাউরও হয়ে গিয়েছিল রাতারাতি। কিন্তু বুধবার দুপুরে টুইট করে তার অপারগতার কথা জানিয়ে দিলেন দীপক অধিকারী। 

আপাত ভাবে এই নিরীহ ঘটনা নিয়েও এখন আন্দোলিত রাজ্য বিজেপি। কেন? এদিন সকালে একটি খবরের লিঙ্ক টুইট করে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র লিখেছিলেন, হলদিয়ায় নরেন্দ্র মোদির মঞ্চে দেব এবং শিশির অধিকারী থাকবেন। সৌমিত্রর ওই টুইট নিয়ে হইচই পড়ে যায়। সেই টুইটে দেবকে মেনশন করেছিলেন সৌমিত্র। 

এর পরই প্রতি উত্তরে টুইটে দেব লিখেছেন, প্রিয় সৌমিত্র, তোমার সাফল্য দেখে আমার গর্ব হয়। ওই অনুষ্ঠানে আমি না থাকতে পারার জন্য ক্ষমা চাইছি। তোমার আমন্ত্রণ আমাকে ছুঁয়ে গেছে। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকলেও তোমার প্রতি বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে।'

গত মেয়াদে দেব ও সৌমিত্র একই দলের সাংসদ ছিলেন। দিল্লিতে বহুবার দেখা গিয়েছে দেব, অনুপম হাজরা, সৌমিত্র একসঙ্গে আড্ডা দিচ্ছেন। টুইটের থ্রেডে দেব আরও লিখেছেন, 'আমরা যখন একই দলে ছিলাম তখন একসঙ্গে কত ভাল সময় কাটিয়েছি। তোমার জন্য এবং তোমার পার্টির জন্য আমার শুভেচ্ছা সবসময় থাকবে।'

বিজেপির এক রাজ্য নেতা বলেন, দেবের সঙ্গে দলের উপরের সারির এক নেতা গত রাতে কথা বলেছিলেন। সৌমিত্র আগ বাড়িয়ে ব্যাপারটা ঘেঁটে দিল। তিনি এও বলেন, ব্যাপারটা এখানে থেমে থাকবে না। রোজই একটা না একটা বিতর্ক তৈরি করছেন সৌমিত্র। কখনও বলছেন, বিজেপি ক্ষমতায় এলে স্কুল পড়ুয়াদের স্কুটি দেবে, কখনও বলছেন, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন। অমিত শাহ, জেপি নাড্ডা এ সব যে মোটেই ভাল চোখে দেখছেন সেটা স্পষ্ট করেই রাজ্য নেতাদের জানিয়েছেন।

সূত্রের খবর, দেবকে গেরুয়া শিবিরে টানার একটা চেষ্টা অনেক দিন ধরেই করছে বিজেপি। তাকে ঘরোয়া ভাবে বার্তাও দেওয়া হয়েছে। এমনকি সেই সূত্রে তাকে গতকাল বিজেপির এক শীর্ষ নেতা ফোনও করেছিলেন। তবে দেবের ঘনিষ্ঠ সূত্রে আবার বলা হচ্ছে, দল বদলের কোনও ইচ্ছা বা অভিপ্রায় দীপক অধিকারীর নেই। কিছুদিন আগে তিনি মমতাকেও পরিষ্কার করে জানিয়েছেন, তাকে নিয়ে যেন কোনওরকম উদ্বেগে না থাকেন দিদি। কারণ, তিনি এদিক ওদিক কোথাও যাচ্ছেন না। দলেই থাকছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে