সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:২৬:০০

তথাকথিত মূল ধারার বাণিজ্যিক ছবি আমায় টানে না: মোশাররফ করিম

তথাকথিত মূল ধারার বাণিজ্যিক ছবি আমায় টানে না: মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : মোশারফ করিমকে সহজে ধরাই যায় না। তার সঙ্গে যোগাযোগ হলেই তিনি বলেন তিনি ঢাকার বাইরে। শেষমেশ তাকে যখন ফোনে পাওয়া গেল, তিনি তখন সিলেটে শ্যুটিংয়ে ব্যাস্ত। মোশারফের স্ত্রী জুঁই করিমের মধ্যাস্থতায় কথা বললেন মোশারফ করিম।

ব্রাত্য বসুর 'ডিকশনারি' ছবিটি মুক্তির অপেক্ষায়। সেই ছবি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, বেশ ভাল লাগছে। এবং আমি খুব উৎসাহী। যত্ন নিয়ে কাজটা করেছি। আশা করছি দর্শকদের ভাল লাগবে। ব্রাত্যদা যখন চরিত্রটার কথা বললেন, গল্পটি বললেন, তখন ভাল লাগল। পরে কাজটা করতে এসে মনে হয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ঠিকঠাক চরিত্র পাওয়া গেলে, ভাল গল্প পাওয়া গেলে ভাল লাগবে।

বাংলাদেশে তুমুল জনপ্রিয় টেলিভিশন, নাটক এবং ধারাবাহিকের জন্য, সিনেমায় উপস্থিতি তুলনায় কম। তাও বিশেষ ধারার চলচ্চিত্রেই অভিনয় করেন। তথাকথিত মূল ধারার বাণিজ্যিক ছবিতে আকর্ষণ বোধ করেন না মোশাররফ করিম। তিনি বলেন, 'তথাকথিত' যেহেতু বললেন, তাই বলি— না, আকর্ষণ বোধ করি না।

'ডিকশনারি' চলচ্চিত্রের শুটিং নিয়ে মোশাররফ করিম বলেন, আমার পুরো শ্যুটিংটা লকডাউনের আগেই হয়ে গিয়েছিল। পরে আবার ডাবিং-এর জন্য কলকাতায় আসি। গল্পটা নিয়ে, চরিত্রটা নিয়ে ব্রাত্যদা যা ভেবেছেন, আমার ভাবনাও তেমনই ছিল। পরিচালক এবং অভিনেতার ভাবনা মিলে গেলে সেটা তো দারুণ হয়। পরেরটুকু দর্শক বললেই ভাল হবে। এটুকু বলব আমি অভিনয় করে আনন্দ পেয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে