বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৭:১৮:৪৬

ফরায়েজি আন্দোলনের নেতা ‘দুদু মিয়া’কে নিয়ে সিনেমা

ফরায়েজি আন্দোলনের নেতা ‘দুদু মিয়া’কে নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক: ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়া দুদু মিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে তৈরি ‘দুদু মিয়া’ নামের একটি সিনেমা তৈরি করেছেন পরিচালক ডায়েল রহমান। প্রথম দিকে ভাবা হাচ্ছিল নির্মাতা হয়তো এই ছবিটি শেষ করতে পারবেন না। তবে সমালোচকদের সকল অনুমানকে ফেলে দিয়ে সম্প্রতি শেষ হয়েছে ছবিটির সুটিং। ২০১২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আমিন খান। এখানে তার বিপরীতে প্রথমবারের বড় পর্দায় আসা নওশীন। সিনেমাটি প্রসঙ্গে ডায়েল রহমান বলেন, সম্প্রতি রাজধানীর বনশ্রীতে আদালতের সেট বানিয়ে কাজ হয়েছে ‘দুদু মিয়া’র। সম্পাদনা প্রায় শেষ। চলছে ডাবিং। সব কাজ শেষে আগামী এপ্রিলে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের। ৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে