বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১০:০৭:০৩

শুভ জন্মদিন ‘মি. বিন’

শুভ জন্মদিন ‘মি. বিন’

বিনোদন ডেস্ক : রোয়ান অ্যাটকিনসন তার আসল নাম। কিন্তু সারাবিশ্বের মানুষের কাছে তিনি মি. বিন নামে পরিচিত। বর্তমানে যেসব শিল্পীরা নির্বাক ছবিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন। রোয়ান অ্যাটকিনসন তাদের মধ্যে অন্যতম। রোয়ান অ্যাটকিনসন ‘মি. বিন’ সিরিজের ছবি ছাড়া আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তিনি সারা বিশ্বের মানুষের মনের মাঝে দাগ কেটেছে এই ‘মি. বিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই। এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই তার নাম ‘রোয়ান অ্যাটকিনসন’ এর বদলে ‘মি. বিন’ নামেই রূপনেয়। সারাবিশ্বে তিনি এখন ‘মি. বিন’ নামেই পরিচিত। তিনি ১৯৫৫ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের নিউক্যাসলে জন্মগ্রহণ করেন। আজ এই গুনি অভিনেতার ৬১ তম জন্মদিন। তারই শুভদিনে এমটিনিউজ২৪-এর পক্ষ থেকে জানাই শুভকামনা। শুভ জন্মদিন রোয়ান অ্যাটকিনসন। তিনি ইংলিশ অভিনেতা, কমেডিয়ান এবং নাট্যকার। তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। ডাক নাম রো। তার বাবার নাম এরিক অ্যাটকিনসন এবং মায়ের নাম এলা মে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মি. বিন। মি. বিন ডারহামের ক্যাথেড্রাল স্কুল, নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন। ১৯৯০ সালে রোয়ান অ্যাটকিনসন মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেনজামিন এবং লিলি নামে তাদের দুইটি সন্তান রয়েছে। ১৯৮৩ সালে মুক্তি পায় রোয়ান অ্যাটকিনসন অভিনীত জেমস বন্ড সিরিজের ছবি ‘নেভার সে নেভার এগিন’ মুভিটি। মুভিটিতে রোয়ান অ্যাটকিনসন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন। এটিই রোয়ান অ্যাটকিনসন অভিনীত ১ম মুভি। এরপরের বছর রোয়ান অ্যাটকিনসন অভিনয় করেন ‘ডেড অন টাইম’ মুভিটিতে। এটিতে রোয়ান লিডিং চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালের রম্য দর্শকদের ভোটে ব্রিটিশ কমেডি ইতিহাসের সর্বকালের সেরা ৫০ কমেডিয়ানের তালিকায় নাম ওঠে রোয়ানের। ইংল্যান্ডের রাজনীতি এবং রাজপরিবারে রোয়ানের যথেষ্ট প্রভাব রয়েছে। রাজ পরিবারের বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। ডারহামের ক্যাথেড্রাল স্কুলে রোয়ানের সঙ্গী ছিলেন টনি ব্লেয়ার (যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী)। টনি গম্ভীর আর রোয়ান আমুদে আর রসিক হলেও দু'জনের মধ্যে ছিল খুব ভাল বন্ধুত্ব। ৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে