মুখ খুলতেই ঘাড়ধাক্কা খেলেন আমির খান
বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জের। ‘ইনক্রেডিব্ল ইন্ডিয়া’ বা ‘অতুল্য ভারত’–এর ব্র্যান্ড দূতের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দেওয়া হচ্ছে আমির খানকে। বেশ কিছু বছর ধরে ‘ইনক্রেডিব্ল ইন্ডিয়া’র মুখ হিসেবে ভারতের পর্যটন দপ্তরের বহু বিজ্ঞাপনে দেখা দিয়েছেন ‘পিকে’অভিনেতা।
সচেতনতামূলক সেই সব বিজ্ঞাপন মানেই অবধারিত ভাবে আমির। তবে আর তা হবে না। কেন? বিবৃতি জারি করেনি ভারতের পর্যটন দপ্তর। তবে মনে করা হচ্ছে অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলায় আমির ‘ইনক্রেডিব্ল ইন্ডিয়া’র দূত হওয়ার সম্মান খোয়ালেন। নভেম্বরের এক আলোচনাসভায় বাড়তে–থাকা অসহিষ্ণুতার ঘটনায় উদ্বিগ্ন অভিনেতা বলেছিলেন, অবস্থা এমন যে দেশ ছাড়তে চাইছেন তার স্ত্রী কিরণ।
দেশকে অসহিষ্ণু বলার পর থেকে ‘ইনক্রেডিব্ল ইন্ডিয়া’র দূত হিসেবে আমিরের অপসারণের দাবি উঠেছিল জোরালো ভাবে, সরকার তো বটেই, আরও নানা মহলে। কারণ অসহিষ্ণু ভারত আর অতুল্য ভারত কথা দুটোই তো পরস্পরবিরোধী! এদিকে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমির খানের সাথে নতুন চুক্তি করা হচ্ছে না।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি