রবিবার, ১৪ মার্চ, ২০২১, ০৯:২৩:১৮

তিনবার প্রেমে ব্যর্থ হয়েছেন আমির খান!

তিনবার প্রেমে ব্যর্থ হয়েছেন আমির খান!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান ৫৬ বছরে পা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। জীবনে এ প্রান্তে এসে প্রেম ব্যর্থতার কথা মনে করছেন আমির খান। জন্মদিনের আগে এক শোয়ে অংশ নিয়ে এমনটাই জানান তিনি। মিস্টার পারফেকশনিষ্ট খ্যাত এ অভিনেতা জানান, মাত্র ১০ বছর বয়সেই প্রথম প্রেম আসে তার জীবনে।

তবে তার প্রেম ভাগ্য ভীষণ খারাপ! একবার নয়, ৩ বার প্রেমে ব্যর্থ হয়েছেন আমির খান। তার ভাষায়, ''১০ বছর বয়সে প্রেমে পড়েছি বলার সাহস থাকে? আমারও ছিল না। তাই এক তরফা, নিঃশব্দ প্রেম! মেয়েটিকে প্রতিদিন দেখতাম। পাগল হতাম। মুখোমুখি হলেই মুখে কুলুপ।''

১৬ বছর বয়সে পাশের বাড়ির মেয়ে রীণা দত্তের প্রেমে পড়েছিলেন উল্লেখ করে আমির খান আরো বলেন, ''সেই প্রথম কেউ আমার প্রেমে সাড়া দিয়েছিল। তাই দেরি না করে ঝটপট রীনাকেই বিয়ে করে নিই।'' যদিও ২০০২ সালে বিচ্ছেদ হয় আমির-রীণার। তারপর কিরণ রাওকে বিয়ে করেন আমির খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে