সোমবার, ১৫ মার্চ, ২০২১, ০৪:২৪:৪৫

এই তৃণমূল আর নয়, দল ছাড়লেন বিধায়ক-অভিনেত্রী দেবশ্রী রায়

এই তৃণমূল আর নয়, দল ছাড়লেন বিধায়ক-অভিনেত্রী দেবশ্রী রায়

বিনোদন ডেস্ক : শেষ পর্যন্ত দল ছাড়লেন রায়দিঘির বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। নিজের অবস্থানের কথা জানিয়ে এদিন তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। এবার রায়দিঘি থেকে তৃণমূল প্রার্থী করেছে অলোক জলদাতাকে।

গত বেশ কয়েকমাস ধরেই রায়দিঘির তৃণমূল বিধায়ককে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিন তারই অবসান হল। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাসের আগে দেবশ্রী রায় বলেছিলেন, ব্যক্তিগতভাবেই তিনি রায়দিঘিতে দাঁড়াতে চাইছেন না। তাকে এবার প্রার্থীও করেনি তৃণমূল। এদিন দেবশ্রী রায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, দল তাকে ব্যবহার করেছে, কিন্তু তাকে সম্মান দেওয়া হয়নি। 

দুবার বিধায়ক হওয়ার পরেই তাকে মন্ত্রী না করা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি পশুদের নিয়ে কাজ করলেও, সরকারের অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে তৃণমূলের একাংশের বিরুদ্ধে হুমকি ফোনের অভিযোগ তিনি করেছিলেন। অভিযোগ করেছিলেন, তৃণমূলের ওই অংশ চায় না তিনি রায়দিঘির বিধায়ক থাকুন। তবে তিনি রাজনীতির ময়দানে থাকবেন বলে জানিয়েছিলেন দেবশ্রী রায়।

দেবশ্রী রায় তৃণমূল ছাড়তেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেনয কেননা যেদিন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেদিন বিজেপির সদর দফতরে গিয়েছিলেন দেবশ্রী রায়ও। রবিবার বিজেপির প্রার্থী তালিকায় বেহালা-পূর্বে জায়গা না পেয়ে, দল ছাড়ার কথা জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

সেই পরিস্থিতিতে দেবশ্রী রায়ের গেরুয়া শিবিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে দেবশ্রী রায় জানিয়েছেন, তিনি এখন অভিনয় জগতে ফিরতে চান। তার হাতে বেশ কয়েকটি অফার রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পরপর দুবার রায়দিঘি থেকে সিপিএম-এর কান্তি গাঙ্গুলিকে হারিয়েছেন দেবশ্রী রায়। কিন্তু দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে দলে কাজ না করে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পাশাপাশি টোটো নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। 

যদিও দেবশ্রী রায়ের দাবি টোটো কেলেঙ্কারির নিয়ে তাকে অপবাদ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে রায়দিঘিতে দেবশ্রী রায়ের বিরুদ্ধে টোটো দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। এব্যাপারে তিনি অপমানিত বলেও জানিয়েছিলেন দেবশ্রী রায়। তার অভিমানের কারণ জানাতে গিয়ে দেবশ্রী বললেন, দলের জন্য কী করিনি! দিদি (মুখ্যমন্ত্রী) আমাকে মঞ্চে নাচতে বলেছেন, নেচেছি। পঞ্চকন্যা অনুষ্ঠানে রানি মুখার্জীকে এনে দিতে বলেছেন। দিয়েছি। কিন্তু দল আমাকে কী দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে