বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১১:০৬:২৮

অতঃপর সুমাইয়া শিমু

অতঃপর সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক : পিএইচডি থিসিসটি হাতে নিয়েও দীর্ঘদিনে শেষ করতে পারেনি নি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয়ে ব্যস্ততার কারণে এ কাজটি তিনি শেষ করতে পারেন নি এতদিন। তবে বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকায় থিসিসটি শেষ করেছেন এই তারকা অভিনেত্রী। তার পিএইচডি থিসিসের বিষয় ‘শিল্প ও আর্থ-সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’। এরই মধ্যে শিমু থিসিসটি জমাও দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে স্নাতকোত্তর শেষ করলেও সুমাইয়া শিমু পিএইচডি করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। দীর্ঘদিন ধরে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। এ মাধ্যমে নারী চরিত্রের গুরুত্ব ও তার আর্থ-সামাজিক ভূমিকা কতটুকু সেটা খুব কাছ থেকে দেখেছেন বলেই গবেষণার বিষয় হিসেবে এটি বেছে নিয়েছেন। গবেষণাটি শেষ করতে পেরে খুব আনন্দিত তিনি। অধ্যাপক ড. আফসার আহমদের তত্ত্বাবধানে গবেষণাটি করেছেন ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শিমু। প্রাতিষ্ঠানিকভাবে অবশ্য তার নাম সুমাইয়া শিমু নয়, সুমাইয়া রহমান। তার ডাক নাম শিমুল। ০৭ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে