‘রানা প্লাজা’ নিয়ে লড়বে নির্মাতা
বিনোদন ডেস্ক : মুক্তি পাওয়ার আগেই বাংলাদেশের সিনেমা জগতে ইতিহাস সৃষ্টি করেছে পরী ও সাইমন জুটির ছবি ‘রানা প্লাজা’। ছবিটি নির্মাণ হওয়ার পর আইনি ঝামেলার কারণে মুক্তি পাচ্ছিল না। এ নিয়ে আদালতে বেশ ক’বার আবেদন করা হয়েছিল।
সম্প্রতি এ ছবিকে সেন্সর সনদ বিহীন ঘোষণা করে এক তথ্য বিবরণী প্রকাশ করেছে সরকার।
৫ জানুয়ারি রাতে প্রকাশিত সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি সেন্সর আপিল কমিটি কর্তৃক জনসম্মুখে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্রটি সেন্সর সনদ বিহীন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে এ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে ছবি বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে ছবিটির নির্মাতা নজরুল ইসলাম খান দাবী করছেন, এ ঘোষণা উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলেই মনে করছি। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই বিষয়টি নিয়ে ফের উচ্চ আদালতের দারস্থ হতে যাচ্ছেন তিনি।
নির্মাতা নজরুল ইসলাম বলেন, ‘রানা প্লাজা’র প্রদর্শনে উচ্চ আদালত থেকে অনুমতি পাওয়ার পরও, নতুন ক্যাবিনেট সচিবের ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে আমরা বৈঠকও করেছি কয়েক সপ্তাহ আগে। তখন এও বলেছি, কোন সংশোধন প্রয়োজন হলে আমরা তা করব। কিন্তু এভাবে তথ্য বিবরণী প্রকাশের মাধ্যমে ছবিটির প্রর্দশনে নিষেধাজ্ঞা জারি করা উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘনের শামিল।’
০৭ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�