রবিবার, ২১ মার্চ, ২০২১, ০৬:৫২:৪১

কাজী হায়াতের অবস্থার অবনতি, ঢাকায় ফিরলেন কাজী মারুফ

কাজী হায়াতের অবস্থার অবনতি, ঢাকায় ফিরলেন কাজী মারুফ

বিনোদন ডেস্ক : জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন নায়ক কাজী মারুফ। করোনা আক্রান্ত বাবা-মায়ের পাশে থাকার জন্যই পুত্রের এই আগমন। ১৫ মার্চ থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। একই হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন তার সহধর্মিণীও।

বাবা-মায়ের অসুস্থতার খবর পেয়ে ১৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ‌'ইতিহাস' খ্যাত অভিনেতা মারুফ। রবিবার কাজী মারুফ জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিকভাবে ভালোই ছিলেন তার বাবা ও মা। মায়ের অবস্থা এখন ভালো হলেও বাবা কাজী হায়াতের অবস্থার খানিক অবনতি ঘটেছে।

কাজী মারুফ বলেন, মায়ের শরীর উন্নতির দিকে থাকলেও বাবার অবস্থা এই ভালো তো এই খারাপ। আজ (রবিবার) ওনার শরীরটা একটু খারাপ। অক্সিজেন ২০ লিটার করে লাগছে। আগে এতটা লাগতো না। তবে এখনও বাবা সাধারণ বেডে আছেন। আইসিইউর প্রয়োজন হয়নি। এটাই বড় স্বস্তির বিষয়। আমি সবার কাছে বাবা-মায়ের জন্য দোয়া চাইছি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন।

মারুফ আরও বলেন, ''দেশে আসার কথা ছিল আরও পরে। কিন্তু বাবা-মায়ের করোনার খবর শুনে আর অপেক্ষা করতে পারিনি। উনাদের সেবা দরকার। দেশে ফিরে চেষ্টা করছি সারাক্ষণ উনাদের পাশে থাকার।'' গত ১০ মার্চ কাজী হায়াৎ স্ত্রীসহ করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এদিকে আগেই কাজী হায়াৎ জানিয়েছেন, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, হার্টে ১০টি রিং পরানো। এছাড়া তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে