সোমবার, ২২ মার্চ, ২০২১, ১১:০৯:৫৪

কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী

কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : আচমকাই রাজনীতির জগতে ফিরে এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এর পর থেকেই বাংলার অলি-গলিতে একটাই প্রশ্ন, ভোটে দাঁড়াচ্ছেন অভিনেতা? বিজেপির অন্দরের খবর বলছে, একুশের নির্বাচনে খাস কলকাতার আসনে প্রার্থী হচ্ছেন বাংলার মানুষের এক সময়ের 'হার্টথ্রব' মিঠুন চক্রবর্তী। 

তিনি ভোটে লড়তে পারেন কাশীপুর-বেলগাছিয়া আসন থেকে। যদিও এই সিদ্ধান্তে এখনও চূড়ান্ত সিলমোহর পড়েনি। সোমবার রাতের মধ্যে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলেও খবর। কলকাতা ও তৎসংলগ্ন এলাকার ৭৫ আসন নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। এই বিধানসভা আসনগুলি তৃণমূলের দুর্জেয় ঘাঁটি। তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করতে এই আসনগুলিতে বিজেপির জয় পাওয়া খুব দরকার। 

বিজেপি সূত্রের দাবি, মিঠুন এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে তার প্রভাব পড়বে কলকাতার বাকি আসনগুলিতেও। সেই সুবিধা নিতেই এই কঠিন আসন থেকে দাঁড় করানো হতে পারে জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতাকে। ইতিমধ্যে, কলকাতার এই আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছিল, এই আসন থেকে ভোটে লড়াই করবেন তপন সাহা। যিনি তৃণমূল বিধায়ক মালা সাহার স্বামী। কিন্তু নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তপন সাহা জানিয়েছিলেন, তিনি এখনও তৃণমূলেই আছেন।

ফলে বিড়ম্বনায় পড়তে হয়েছিল বিজেপি শিবিরকে। এরপর আচমকাই বেলগাছিয়ায় নিজের বোনের বাড়ির ঠিকানায় ভোটার তালিকায় নাম তুলেছিলেন অভিনেতা। তারপর থেকেই মিঠুনকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিজেপির অন্দরের খবর, রবিবার রাতে কয়েকজন নেতা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন। তারপরেই জল্পনা তৈরি হয়েছে। কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে পারেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। 

গেরুয়া শিবিরের অন্দরের খবর, বেশ কয়েকজন বর্ষীয়ান নেতাকে টিকিট দিতে পারে দল। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে জনপ্রিয় তারকা প্রার্থীকে দাঁড় করানো বিজেপির কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, এই বিধানসভার একটা বড় অংশ মুসলিম অধ্যুষিত। তাদের ভোটে গেরুয়া শিবিরে আসবে না তা কার্যত নিশ্চিত। তবে মিঠুন চক্রবর্তী ওই কেন্দ্রে প্রার্থী হলে সেই অঙ্ক অনেকটাই বদলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে