বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০১:৪৪:২৮

ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি বোঝে : ক্যাটরিনা

ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি বোঝে : ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : প্রচলিত একটা কথা আছে যে, ‘মেয়েদের মন বুঝতে পারাটাই তো সবচেয়ে কঠিন’। কিন্তু ক্যাটরিনা কাইফ বললেন ভিন্ন কথা। তিনি বললেন, ‘ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি বোঝে!’ তিনি তার নতুন ছবি ‘ফিতুর’-এর ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেছেন। ‘ছেলেরাই মেয়েদের চেয়ে বেশি বোঝে’— এ কথায় অসম্মতি জানিয়ে তিনি বলেন, ‘না, আমি এর সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। বরং আমি মনে করি, মেয়েরাই ছেলেদের চেয়ে বেশি বোঝে।’ তিনি বলেন, ‘আমি আমাকে দিয়েই বলতে পারি, আমি আমার মনকে জানি।’ এই অভিনেত্রী জানিয়েছেন, নিজের মনকে তিনি এতটাই চেনেন যে মাঝে মাঝে এই মনই তার ‘দুর্বলতা’ হিসেবে ধরা দেয়। তিনি বলেন, ‘তবে আমি কিন্তু এ কথার মাধ্যমে খারাপ কিছু বোঝাতে চাইছি না।’ প্রসঙ্গত, অভিষেক কাপুরের পরিচালনায় ‘ফিতুর’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও টাবু। ক্যাটরিনা এ ছবিতে অভিনয় করছেন ‘ফেরদৌস’ চরিত্রে। টাবু আছেন ক্যাটরিনার মায়ের চরিত্রে। আর আদিত্যের চরিত্রের নাম ‘নুর’। ০৭ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে