বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১০:০৪:৫৩

সালমান শাহ’র মৃত্যু মামলার নথি তলব

সালমান শাহ’র মৃত্যু মামলার নথি তলব

বিনোদন ডেস্ক : আলোচিত সালমান শাহ’র মৃত্যু-সংক্রান্ত মামলার নথি তলব করেছে আদালত। প্রয়াত চিত্রনায়কের মা নীলা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এ নথি তলব করেন। একইসঙ্গে আদালত ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওই রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ জানুয়ারি। এর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তা সহকারী মো. জালাল উদ্দিন। নীলা চৌধুরী আবেদনে বলেন, সালমান শাহ’র মৃত্যুর পর তার বাবা ক্যান্টনমেন্ট থানায় চুরি ও ষড়যন্ত্র-সংক্রান্ত একটি মামলা করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন মামলার আসামি রিজভী আহমেদ। মামলাটির নিষ্পত্তি হয়েছে। কিন্তু ওই মামলার নকল কপি তোলার জন্য আবেদন করা হলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে তা সরবরাহ করা হয়নি। তাই ওই মামলার মূল নথি তলব করা জরুরি। শুনানি শেষে আদালত নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর করেন। নীলা চৌধুরীর করা পিটিশন মামলায় বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার ওই মামলায় রিজভী আহমেদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তিনি নিজে ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে রাত চারটার দিকে গভীর ঘুমে মগ্ন থাকা সালমান শাহকে চেতনানাশক ইনজেকশন পুশ করেন। পরে বিদ্যুতের তার দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে শ্বাসরোধ করা হয়। কিন্তু জবানবন্দি দেয়া ওই যুবককে গ্রেপ্তার করেনি পুলিশ। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে