সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০৭:১৩:২৬

গুরুতর অসুস্থ চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ওয়াসিম

 গুরুতর অসুস্থ চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ওয়াসিম

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ওয়াসিম ভালো নেই। অসুস্থতার কারণে হাঁটতে পারছেন না তিনি। বিছানায় শুয়েই কাটছে তার সময়। 

এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি ফেসবুকে লেখেন, রাজকীয় ছবি মানেই ওয়াসিম ভাই। অনেক ছবি সুপারহিট দিয়েছেন তিনি। কিছুদিন ধরে অনেক অসুস্থ, হাঁটতে পারছেন না। বিছানাতে শুয়েই কাটছে সময়।
সবার কাছে দোয়া চাচ্ছি ওয়াসিম ভাইয়ের জন্য।

এক সময় বাণিজ্যিক-অ্যাকশনের পাশাপাশি ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে ছিল ওয়াসিমের। ১৯৭২ সালে ঢাকাই সিনেমাতে ওয়াসিমের অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে ‘ছন্দ হারিয়ে গেলো’র মাধ্যমে। আর নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়। এক সময় বাণিজ্যিক ঘরানার সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে