মানবতার সেবায় সালমান খান
বিনোদন ডেস্ক : সালমান খান নামেই সুপারস্টার নন। তিনি কাজেও সুপারস্টার। আসলে যিনি সামাজিক আর মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন তিনিই তো প্রকৃত সুপারস্টার। তাই নয় কি? হুম, ঠিক তাই।
অসহায়দের প্রতি এই সুপারস্টারের ভালোবাসার বিষয়টি নতুন কিছু নয়। তবে আবারো তার মহানুভবতার পরিচয় দিলেন এ অভিনেতা।
ভারতের উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ে অনাবৃষ্টি কবলিত এলাকার দুর্গত রোগীদের সাহায্যের জন্য আয়োজন করা হয়েছে একটি মেডিক্যাল ক্যাম্প। এ জন্য ২.৫ কোটি রুপি সাহায্য করেছেন সালমান।
আগামী ৯ থেকে ১২ জানুয়ারি চলবে এ মেডিক্যাল ক্যাম্প। জলগাঁও এবং তার পার্শ্ববর্তী জেলাসমূহের ৩৫ হাজার মানুষকে এ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে।
ক্যাবিনেট মিনিস্টার অব ওয়াটার রিসোর্স গিরিস মহাজন জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করবেন।
জানা গেছে, এখানে ক্যান্সার রোগীদের জন্য এ ক্যাম্পে থাকবে আলাদা অংশ। সেখানে চিকিৎসা সেবা দান করবেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা। এ ছাড়া মেডিক্যাল ক্যাম্পটির জন্য ভারতের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি পাঁচ ট্রাক ওষুধ দিয়ে সাহায্য করছেন।
০৮ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�