বুধবার, ০৫ মে, ২০২১, ০৩:১০:১৬

আমি আল্লাহ বিশ্বাসী, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে, কোরআন পড়তে চেষ্টা করি: রুবেল

আমি আল্লাহ বিশ্বাসী, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে, কোরআন পড়তে চেষ্টা করি: রুবেল

বিনোদন ডেস্ক :  চিত্রনায়ক রুবেল যিনি ঢাকাই সিনেমায় ‘কুংফু কিং’ নামে পরিচিত। যাকে বাংলার ‘ব্রুস লি’ বলতেন অনেকে। নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো নায়ক ছিলেন রুবেল।

হলে রুবেলের ছবি এলেই অ্যাকশনপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়তেন। গতকাল ছিল জনপ্রিয় এই চিত্রতারকার শুভ জন্মদিন। ৫৯ বছরে পা রেখেছেন এই নায়ক। ছেলের পরামর্শ মেনে জন্মদিন পালন করেননি তিনি। দেশের এই করোনা পরিস্থিতিতে লোক জড়ো করে জন্মদিন আয়োজন না করাই উত্তম বলে বাবাকে জানিয়েছেন ছেলে।

নায়ক রুবেলেও ছেলের এমন সচেতনতায় মুগ্ধ। তাই ফোনে আর সোশ্যাল মিডিয়ায় প্রিয়জনদের শুভেচ্ছা আর ভালোবাসা পেয়েই জন্মদিন পার করলেন রুবেল। তবুও বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছেন রুবেল।

বললেন,‘আপনাদের ভালোবাসাই আমার কাছে সেরা উপহার। এর উপরে কোনো উপহার হতে পারে না। জীবনে তো অনেক টাকা আয় করেছি। অনেক কিছু পেয়েছি।’

এই বয়সে এসে জীবনে আরও কি কি চান রুবেল?

‘সিটি রংবাজ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি আল্লাহ বিশ্বাসী। জীবনকে উপভোগ করতে চাই। তবে অবশ্যই সেটা সুন্দরভাবে এবং সৎভাবে। যত দিন বেঁচে থাকব হাসিখুশি থাকার চেষ্টা করব। আল্লাহকে ডাকতে চাই। এই বয়সে অন্য কিছু চিন্তা করতে চাই না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার, রোজা রাখার, নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করি নিয়মিত।’

দেড় দশকেরও বেশি সময় ধরে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন রুবেল। দীর্ঘ এই ক্যারিয়ারে দুই বাংলার প্রায় ৫০ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। চিত্রনায়িকা পপির সঙ্গে সর্বাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

শুধু অভিনয়ই নয় ৯০ দশকের শেষদিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এ পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন রুবেল। যার সবগুলোই ছিলো বাম্পার হিট। তার প্রযোজিত ও পরিচালিত ছবিগুলো হচ্ছে বিচ্ছু - বাহিনী, মায়ের জন্য যুদ্ধ, প্রবেশ নিষেধ, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, বিষাক্ত চোখ, রক্ত পিপাসা, সিটি রংবাজ, খুনের পরিণাম, অন্ধকারে চিতা, চারিদিকে অন্ধকার ইত্যাদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে