শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৯:২৭

বাংলাদেশের অবনী 'ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি' প্রতিযোগিতায়

বাংলাদেশের অবনী  'ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি' প্রতিযোগিতায়

বিনোদন ডেস্ক : গ্রামীন ফোনের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মুঞ্জারিন মাহবুব অবনীর। আলোচনায় থাকা এই মডেল এবার 'ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৬' প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। জানা গেছে, ১৯৮৬ সাল থেকে কোরিয়াতে শুরু হওয়া 'ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৬' প্রতিযোগিতায় এ বছর বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন এই মডেল। তিনি ২০১৪ সালে র‌্যাম্পে হাঁটা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। পর্দায় প্রথম ধাপে চমক দিয়েই আবির্ভাব। এরপরই গ্রামীণফোনের মতো বড় প্রতিষ্ঠানের বড় পরিসরের টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ। তারপরই তার ক্যারিয়ারের পালকে দ্রুত রং বদলাচ্ছে। আর যদি আগামী ১২ জানুয়ারিতে চীনের বেইজিং এ অনুষ্ঠিতব্য সারাবিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুন্দরীদের নিয়ে এ প্রতিযোগিতা থেকে ক্রাউন ছিনিয়ে আনেন তাহলে তো বিশেষণ দিয়ে বাক্যই শেষ করা যাবে না। অবনী বলেন, 'আমার মনের অনেক গভীরের একটা বিষয় হলো নাচ। আমি নাচতেই পছন্দ করি। দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তবে এবারে বড় একটা কম্পিটিশনে অংশ নিচ্ছি ভেবেই রোমাঞ্চিত হচ্ছি' তিনি বলেন, এর আগে উপমহাদেশ থেকে শুধু নেপালের আয়ুশা শ্রেষ্ঠা চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার বাংলাদেশ থেকে আমি প্রতিনিধিত্ব করছি। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো। ০৮ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে