দিতির সুস্থতার আশা ছেড়ে দিয়েছেন ডাক্তাররা
বিনোদন ডেস্ক : শ্বাস নিতে পারছেন না চিত্রনায়িকা দিতি। কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন বলে জানিয়েছেন তার মেয়ে লামিয়া। দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতলে চিকিৎসার পর দিতিকে ফিরিয়ে আনা হয়েছে ঢাকায়।
বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার গণমাধ্যমকে জানান, চেন্নাইয়ে চিকিৎসকরা দিতির সুস্থতার আশা ছেড়ে দিয়েছেন। তাদের পরামর্শে দিতিকে দেশে নিয়ে আনা হয়েছে।
তিনি জানান, চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে, দিতির আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে ক'দিন বেচে থাকেন তিনি যেন তার আপনজনদের সাথে একান্তে সময় কাটাতে পারেন। সে জন্য তাকে আজ বিকেল ৪টার দিকে দেশে ফিরিয়ে এনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছরের ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন দিতি।
তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন তিনি।
অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন তিনি। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন দিতি।
দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেয়া হয়। ৩ নভেম্বর আবারো তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�