সোমবার, ১৭ মে, ২০২১, ০১:৩৫:১৭

নিজের মৃত্যুর তারিখ জানালেন নোবেল

 নিজের মৃত্যুর তারিখ জানালেন নোবেল

‘গান বাজনা ছেড়ে’ দেওয়ার ঘোষণার কিছুক্ষণের মধ্যে আরেক পোস্টে নিজের মৃত্যুর তারিখ জানালেন দেশের বহুল বিতর্কিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। রোববার (১৬ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানান তার মৃত্যুর তারিখ। পোস্টে লেখেন, ‘নাম: মাইনুল আহসান নোবলে। জন্ম: ৭ নভেম্বর, ১৯৯৭। মৃত্যু: ১৮ মে, ২০২১। বয়স: ২৩ বছর’। এরই কিছুক্ষণ আগে আরেক পোস্টে নোবেল জানান, ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বি এন পি তাই না? দেখি কেমনে টিকিস।’ গায়ক মাইনুল আহসান নোবেল পরিচিতি পেয়েছেন জি বাংলার সংগীত রিয়েলিটি শো থেকে। কভার করেছেন দেশের লিজেন্ডদের গান। রাতারাতি খ্যাতি পেয়ে যান নোবেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে