শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৩:২৪

শাহরুখ ও আমির খানের নিরাপত্তা হ্রাস

শাহরুখ ও আমির খানের নিরাপত্তা হ্রাস

বিনোদন ডেস্ক : বলিউড অন্যতম সেরা সুপারহিরো শাহরুখ খান ও আমির খানের নিরাপত্তা কমিয়ে দিয়েছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। পাশাপাশি আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নিরাপত্তায় কড়াকড়ি হ্রাস করা হয়েছে। আবার অনেক তারকার নিরাপত্তা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এ সেলিব্রেটিদের এত উচ্চমাত্রার নিরাপত্তার প্রয়োজন নেই বলে মনে করে মহারাষ্ট্র পুলিশ। এ কারণেই এ সিদ্ধান্ত। কিছু দিন আগে ‘অসহিষ্ণুতা’ বিতর্কের জেরে আমির ও শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। ভারতে বিরাজমান ধর্মীয় ‘অসহিষ্ণুতা’ নিয়ে শাহরুখ ও আমিরের মন্তব্য বেশ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক দলের আক্রমনের মুখে পড়ে। শাহরুখ খান অবশ্য ২০১০ সাল থেকেই কট্টরপন্থিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ২০১০ সালে ‘মাই নেইম ইজ খান’ মুক্তির সময়ই বিতর্কে জড়ান তিনি। আবার ২০১৩ সালে সন্ত্রাসী হাফিজ সাঈদ তাকে পাকিস্তানে বসবাসের প্রস্তাব দিলে আবারও বিতর্কের মুখে পড়েন তিনি। অপরদিকে ২০১৩ সাল থেকে অতিরিক্ত নিরাপত্তা পেয়ে আসছেন আমির। তার ছবি পিকে’র বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হলে তাকে এ নিরাপত্তা দেয়া হয়। গত বছরের নভেম্বরে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারাহ্‌ খান ও প্রযোজক আলী ও করিম মোরানির নিরাপত্তা পুরোপুরি প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে অক্ষয় কুমার, মহেশ ভাট ও মুকেশ ভাট, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার ও লতা মুঙ্গেসকারের বাসায় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। ‘খিলাড়ি ৭৮৬’ ও ‘ও মাই গড’ ছবি নিয়ে বিতর্কে পড়েছিলেন অক্ষয়। তার কাছে চাদা চেয়ে ফোনও করা হয়েছিল। অপরদিকে ভাট ভাতৃদ্বয় সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ড সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। তবে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার ও মুঙ্গেসকারকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয়া হবে, কারণ তারা ‘আইকনিক ফিগার’। ৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে