ঢাকায় আনা হয়েছে দিতিকে
বিনোদন ডেস্ক : ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতিকে। গতকাল বিকাল ৪টার দিকে ছেলে শাফায়াত ও মেয়ে লামিয়াসহ ঢাকায় ফিরেছেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতি হয় নি।
বেশ কিছুদিন ধরেই সংকটাপন্ন অবস্থায় আছেন দিতি। তিনি দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, ঢাকায় ফেরার পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান। তিনি জানিয়েছেন, মাত্র শুনলাম তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে। চেন্নাই যাওয়ার আগে আমি তাকে যেমন খারাপ অবস্থায় দেখেছি, বর্তমানে সেরকমই আছেন বলে খবর পেয়েছি। আমরা শিল্পীরা সবাই সময় করে তাকে দেখতে যাবো। তার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল।
গত বছরের ২৯শে জুলাই চেন্নাইয়ের এমআইওটিতে দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫শে জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২০শে সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০শে অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেয়া হয়। ৩রা নভেম্বর আবারও তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।
০৯ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�