বুধবার, ০৯ জুন, ২০২১, ০৫:৪১:১৮

সিনেমায় এক টাকা পারিশ্রমিক নিয়েছেন আরিফিন শুভ

সিনেমায় এক টাকা পারিশ্রমিক নিয়েছেন আরিফিন শুভ

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ সিনেমায় মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার পারিশ্রমিকের চেক। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। আবার শুভর প্রশংসাও করেছেন নেটিজেনদের একাংশ।

পাঁচ দফা অডিশন দিয়ে বায়োপিকে চূড়ান্ত হয়েছেন আরিফিন শুভ। আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক চূড়ান্ত করার দিন শুভর কাছে জানতে চাওয়া হয় কোনো শর্ত আছে কিনা। উত্তরে শুভ বলেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’ এক সাক্ষাৎকারে এমনটাই জানা এ অভিনেতা।

তারপর পরিচালকের কাছে ‘ওয়ান টাকা আর্টিস্ট’ উপাধি পেয়েছেন শুভ। অভিনেতা বলেন, ‘আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’

অভিনয় ক্যারিয়ারে শেখ মুজিবুর রহমান চরিত্রটি তার সেরা প্রাপ্তি বলে মনে করেন আরিফিন শুভ। ১ টাকার চেকটি নিজেই ফেসবুকে শেয়ার দিয়েছেন এ অভিনেতা। লিখেছেন, ‘অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে