মরণোত্তর সম্মাননা পাচ্ছেন সালমান শাহ্
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : শালমান শাহকে বলা হয়ে থাকে ঢাকাই সিনেমার বরপুত্র অথবা অমর নায়ক শালমান শাহ। যার অসামন্য অভিনয় আজ দাগ কেটে আছে হাজারও দর্শক হৃদয়। অথচ ক্ষণজন্মা এই নায়ককে চলে যেতে হয়েছিল বহু দর্শক হৃদয় ভেঙ্গে। 
এদিকে অমর এ নায়ককে মরণোত্তর সম্মাননা দিতে যাচ্ছে ‘এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন’। 
সংগঠনটির পক্ষ হতে ১৬ জানুয়ারি, শনিবার বিকাল ৩টা ৩০মিনিটে এফডিসিতে আয়োজিত ‘এজাহিকাফ পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ অনুষ্ঠানে নায়ককে এই সম্মান প্রদান করা হবে। নায়কের পক্ষে তার মা নীলা চৌধুরী ও সালমান শাহ স্মৃৃতি পরিষদের সভাপতি কন্ঠশিল্পী এস এম শফি এই সম্মাননা গ্রহণ করবেন। 
৯ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �