বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ১২:৫৭:৫৯

যে শর্তে ভারতে গেলেন মিথিলা

যে শর্তে ভারতে গেলেন মিথিলা

বিনোদন ডেস্ক : দেশে কোভিড পরিস্থি'তি ভালো না হওয়া পর্যন্ত ফিরবেন না-এমন শ'র্তে ভারতে যাওয়ার অ'নুমতি পেয়ে বেনাপোল স্থ'লব'ন্দর দিয়ে ভারতে গেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

এদিকে, তাদের গ্রহণ করতে পেট্রাপোল ইমিগ্রে'শনে অপেক্ষায় ছিলেন তার স্বামী কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রে'শন হয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রে'শনে যান মিথিলা। এসময় তার সঙ্গে ছিল মেয়ে আইরা তাহরিম খান।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শ'র্তসা'পেক্ষে ছা'ড়পত্র নিয়ে বাংলাদেশি পাসপোর্টে এ অভিনেত্রী ও তার মেয়ে ভারতে যান। ভারত ভ্রমণে সরকারের সব শ'র্ত মে'নে গেছেন তিনি।

মিথিলা জানান, তিনি ব্যক্তিগত প্রয়োজনে ভারতে যাচ্ছেন। শুটিং নিয়ে বর্তমানে তার ব্যস্ত সময় কাটছে। কবে ফিরবেন জানতে চাইলে মিথিলা বলেন, দেশে কোভিড পরিস্থি'তি ভালো না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না এমন শ'র্তে তাকে ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে মিথিলাকে গ্রহণ করতে পেট্রাপোল ইমিগ্রেশনে অপেক্ষায় ছিলেন তার স্বামী কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। বিয়ের পর থেকে মিথিলা ভারতেই থাকেন বেশি। তবে শুটিংসহ নানা প্রয়োজনে মাঝে মধ্যে আসেন দেশে।

জানা যায়, বর্তমানে দেশে কোভিড সং'ক্র'মণ বে'ড়ে যাওয়ায় ভ্রমণ নিষেধা'জ্ঞা জা'রি রয়েছে। তবে এ নিষেধা'জ্ঞার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছা'ড়পত্র থাকলে শ'র্তসাপে'ক্ষে ভ্রমণ করছেন কিছু পাসপোর্টধারী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে