বিনোদন ডেস্ক : বলিউড এমন একটি জায়গা যেখানে হলিডের নায়কদের পর্যন্ত অভিনয়ের ইচ্ছা থাকে। বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম হল বলিউড। এই বলিউডেরই পুরো বছরের সবচেয়ে বিশি সিনেমা তৈরি হয়ে থাকে। তবে হলিউড থেকে কোন অংশেই পিছিয়ে নেই বলিউড। ছবির আভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে একটি ছবির বাজের হলিউকেও মাঝে মাঝে টেক্কা দিয়ে থাকেন বলিউডের সিনেমা। যখন পাল্লা দিয়ে চলছে বলিউডের খরছের ঘােড়া তখন বুঝেই নিতে পারেন এখানকার এক একজন সুপারস্টারের বাজারদর কেমন হওয়ার কথা? অবশ্যই আকাশছোঁয়া হবে! আর ঠিক তখনি শোনা গেল বলিউডের এই তারকাদের মধ্যে অনেক বড় বড় তারকা নাকি বিনে পয়সার অভিনয় করেছেন। অভিনয়ের পর তাদের বাড়িতে পারিশ্রমিকের টাকা বা চেক পাঠানো হলেও তা আবার ফিরিয়ে দিয়েছে তারা। তাহলে এবার জেনে নেয়া যাক কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন।
সালমান খান : বলিউড সুপারস্টার সালমান খানের দয়ার কথা কারোই অজানা নয়। যখনই সালমানের কোন বন্ধু সিনেমায় অভিনয়ের জন্য তার কাছে আবদার করেছেন। তিনি কখনো নিষেদ করেন নি। এমনকি তার কাছ থেকে কােন প্রকার টাকা পর্যন্ত নেননি। বিশেষ করে তিনি 'সন অব সর্দার', 'ফগলি', 'তিস মার খান' -এর মতো সিনেমাগুলোতে বিনা পয়সায় অভিনয় করেছেন এই খান।
প্রিয়াঙ্কা চোপড়া : পিয়াঙ্কা চোপড়া অবশ্য অনেক পেশাদার অভিনেত্রী। তিনি কোন পুরো সিনেমা বিনা পয়সায় করেন নি। তবে বিল্লু নামের সিনেমাটিতে একটি আইটেম গানে অভিনয় করেছেন, কিন্তু কোন প্রকার পারিশ্রমিক নেননি তিনি। এমনকি তার বাড়িতে পারিশ্রমিকের টাকার চেক পাঠানো হলে তিনি তা ফিরিয়ে দেন।
অমিতাভ বচ্চন : অমিতাভ বচ্চন বলিউডের একটি অংশ জুড়ে ছিলেন একটি সময়। আর তখন তার হাতে অনেক কাজই আসতে থাকে তখনি তার মেক আপ আর্টিস্ট দীপক সাওয়ন্ত পরিচালনায় হাতে খড়ি হন। আর এই সুবাদে দীপকের পরিচালনায় তিনটি ভোজপুরী সিনেমায় বিনা পারিশ্রমিকেই অভিনয় কেছেন তিনি। এমনকি বলিউড কিং শাহরুখের সিনেমা 'পহেলি' ও 'বোল বচ্চন'-এও অভিনয়ের জন্য কোনও টাকা নেননি।
শাহরুখ খান : শাহরুখ খান আসলেই কিং। অমিতাভ বচ্চন তার সিনেমা বিনা পয়সায় কাজ করেছেন আর তাই অমিতাভের 'ভুতনাথ রিটার্নস' সিনেমাটিতে বিনা পয়সায় কাজ করেন শাহরুখ। এমনকি রাকেশ রোশনের জন্য 'ক্রেজি ফোর'-এ গানের দৃশ্যে অভিনয়ের জন্য টাকা নেননি শাহরুখ খান।
কাজল : বলিউডের পরিচালক করণ জোহরের সঙ্গে দারুণ বন্ধুত্ব কাজলের। বিশেষ করে করণ জোহরের পরিচালনায় যে কটি সিনেমায় তিনি অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেছেন তার কোনটির জন্যই তিনি টাকা নেননি।
সঞ্জয় দত্ত : সঞ্জয় দত্ত অনেক ব্যস্ত ছিলেন তার সিনেমার কাজে তারপরও ব্যস্ত শ্যুটিং শিডিউল থেকে সময় বের করে শাহরুখের রা ওয়ান সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমায় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন তিনি। আর এর জন্য কোনও টাকা নেননি সঞ্জয়।
কারিনা কাপুর : কারিনা কাপুরও পিয়াঙ্কা চোপড়ার মতো বিল্লু সিনেমায় আইটেম গানে ডান্স করে কোনও টাকা নেননি। এমনকি তিনি সালমান খানের অনুরোধে ফেভিকল নামের গানটিতে অভিনয় করেও কোনো টাকা নেননি।
শহিদ কাপুর : বলিউডের ডান্স বয় শহিদ কাপুর হায়দর সিনেমাটিতে একেবারে বিনা পয়সায় কাজ করেছেন।
ক্যাটরিনা কাইফ : 'চিকনি চামেলি' নামের আইটেম গানে ডান্স করে কোন পারিশ্রমিক নেননি তিনি। তবে বলিউডের নাম করা পরিচালক করণ জোহর তার বদলে ক্যাটরিনাকে একটি ফেরারি গাড়ি উপহার দিয়েছিলেন। ক্যাটরিনার হেয়ার স্টাইলিস্ট পমিলা হান্টার একটি সিনেমা তৈরি করলে তাতে বিনা পয়সায় অভিনয় করেন তিনি।
সোনাক্ষী সিনহা : একটা সময় অনেকটা অক্ষয় নির্ভর হয়ে পড়েছিলেন সোনাক্ষী। অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়ের সুবাদে তার বস সিনেমাটিতে দুটি গানের দৃশ্যে অভিনয়ের জন্য কোন পারিশ্রমিক নেননি সোনাক্ষী সিনহা।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই