বিনোদন ডেস্ক : ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউডের তারকা আমির খান। সম্প্রতি সেখান থেকে বাদ পড়েছেন তিনি।
আমিরের জায়গায় অমিতাভ বচ্চনকে প্রথম পচ্ছন্দ এই সংস্থাটির কর্তৃপক্ষের। এছাড়াও এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার।
এদিকে ২২তম স্ক্রিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় বলিউডের অনেক তারকাই এ বিষয়ে দিয়েছেন তাদের নিজস্ব মতামত। অধিকাংশই জানিয়েছেন তাদের প্রথম পছন্দ ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। এখানে অমিতাভকেই তারা যোগ্য বলে মনে করেন।
এছাড়া অক্ষয় কুমারও বলেছেন, এখানে ‘বিগ বি’ অমিতাভকে ডাকাই ঠিক হবে।
অভিনেতা রণবীর সিং বলেছেন, তাকেই (অমিতাভ বচ্চন) এ পদটি দেওয়া উচিত। তিনি একজন ‘আইকন’। যথার্থই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সত্যিকারের একজন ‘আইকন’ ও এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি অমিতাভ।
নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেন, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অমিতাভকেই এগিয়ে রাখছেন। তার ভাষ্য, ‘আমি খুব খুশি। এটি তার প্রাপ্য।’
নির্মাতা সুধীর মিশ্র এই ‘পিকু’ তারকাকে ‘ইনক্রেডিবল’ বা ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি একজন দারুণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমিরও দারুণ ছিলেন।
তিনি বলেছেন, অমিতাভ বচ্চনের প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি শুধু একজন চলচ্চিত্র অভিনেতাই নন; তিনি মার্জিত, সংস্কৃতি বোঝেন, ভারতকে বোঝেন। ‘বিগ বি’ সম্পর্কে এই নির্মাতা বলেছেন, ‘তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি।’
এছাড়া সোনাক্ষী সিনহা মনে করেন, এই পদের জন্য অমিতাভ বচ্চনের চেয়ে যোগ্য আর কেউই হতে পারেন না।
তার মতে, ‘আমার মনে হয়, তার মতো করে আর কেউ ভারতের শিল্প ও সিনেমাকে তুলে ধরতে পারেন না। তিনি এ কাজটি বহু দিন ধরেই করছেন। তাঁর চেয়ে ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর কেউই হতে পারেন না।’
বরুণ ধাওয়ান বলেছেন, তিনি (অমিতাভ বচ্চন) নিঃসন্দেহে অবিশ্বাস্য। তিনি তার প্রাপ্য সম্মানই পেয়েছেন।
এ ছাড়া কবির খান, রাভিনা টেন্ডন, শিল্পা শেঠি, রণিত রয়সহ বলিউডের আরও অনেক তারকাই ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
১০ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন