বুধবার, ২১ জুলাই, ২০২১, ০৯:১২:২৮

এফডিসির বাইরেই পরীমণির ৬ গরু কোরবানি, অসহায় শিল্পীদের মধ্যে মাংস বিতরণ

এফডিসির বাইরেই পরীমণির ৬ গরু কোরবানি, অসহায় শিল্পীদের মধ্যে মাংস বিতরণ

বিনোদন ডেস্ক : মহামারী করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় এফডিসিতে পশু জবাই নিষিদ্ধ। তাই এফডিসির বাইরেই ছয় গরু কোরবানি দিচ্ছেন হালের জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন বলে সপ্তাহ খানেক আগে ঘোষণা দেন পরী। 

কিন্তু পরে এফডিসির অভ্যন্তরে পশু কোরবানি নিষিদ্ধ করে এফডিসি কর্তৃপক্ষ। তাই এফডিসির বাইরে ছয় গরু কোরবানির সিদ্ধান্ত নেন এ নায়িকা। ঈদুল আজহার দিন বিকেলে এফডিসির পাশে শাহ পানিপন্থি মাজারে এসে চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করেন পরীমণি।

বুধবার বিকাল ৬টার দিকে পরীমণি ওই মাজারের সামনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক রানা। এ প্রসঙ্গে পরীমণি বলেন, আমার উদ্দেশ্য ছিল এফডিসির মানুষদের নিয়ে কোরবানি দেওয়া। আমি তাদের নিয়েই কোরবানি দিয়েছি। যতদিন বেচেঁ আছি, সামর্থ্যে চলচ্চিত্র পরিবারের জন্য পশু কোরবানি দেবো। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে