সোমবার, ২৬ জুলাই, ২০২১, ০৮:৫২:৩০

পর্নোগ্রাফি মামলায় শার্লিন চোপড়াকে সমন পাঠালো ক্রাইম ব্রাঞ্চ

পর্নোগ্রাফি মামলায় শার্লিন চোপড়াকে সমন পাঠালো ক্রাইম ব্রাঞ্চ

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য শার্লিন চোপড়াকে সমন পাঠালো মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। ২৭ জুলাই, মঙ্গলবার সকাল ১১টায় ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে শার্লিনকে। এএনআই সূত্রে খবর, পর্নোগ্রাফি মামলায় রেকর্ড করা হবে শার্লিনের বয়ান।

সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় শার্লিন দাবি করেন, তিনিই প্রথম মহারাষ্ট্র সাইবার সেলের কাছে বিবৃতি দিয়েছিলেন। তার কথায়, তিনিই সেই ব্যক্তি যিনি বছরের শুরুতে আর্মসপ্রাইম সম্পর্কে সাইবার সেলকে জানিয়েছিলেন। যে আর্মসপ্রাইম কোম্পানিটি রাজ কুন্দ্রার পর্ন মামলায় যুক্ত রয়েছে। 

শার্লিন বলেন, ''এই মামলায় আমার অনেক কিছুই বলার আছে, তবে যেহেতু মামলাটি তদন্তাধীন, তাই আমি বেশি কিছু বলতে পারব না। বেশকিছুদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, আমি তাদের অনুরোধ করব, কিছু জানার থাকলে দয়া করে মুম্বাই পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন।''

তারও আগে শর্লিন দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার হাত ধরেই তিনি প্রাপ্তবয়স্কদের ছবির দুনিয়ায় এসেছিলেন। রাজের সঙ্গে রীতিমতো চুক্তি করে কাজ করতে নেমেছিলেন তিনি। একএকটি ছবির জন্য রাজের সঙ্গে ৩০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল তার, ২৫-২০টি ছবিতে কাজ করেন তিনি। পরে ছবির ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও রাজ সেটা দেননি, আর তাই সেই চুক্তি ভেঙে যায়। যদিও পর্ন মামলায় অভিযুক্ত মডেল, অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছিলেন, শার্লিন ও পুনম মিথ্যা বলছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে