বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ০৮:২৬:২৯

জীবন হলো আইসক্রিমের মতো, পুরোটা উপভোগ করো : পরীমনি

জীবন হলো আইসক্রিমের মতো, পুরোটা উপভোগ করো : পরীমনি

বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সেখানে তুলে ধরেছেন জীবন নিয়ে তার ভাবনা ও বোধের কথা। পরীমনির ভাষায় জীবন হলো আইসক্রিমের মতো। যাকে ধীরে ধীরে উপভোগ করতে হয়।

পরী লিখেছেন, ''জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই।এতে স্বাদ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলীকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে