বিনোদন ডেস্ক : মনোজ বাজপেয়ী যত বড় অভিনেতাই হন না কেন আর অনেক অ্যাওয়ার্ড-ই জিতুন না কেন, ওর মতো অসভ্য আর নিচু মনের মানুষ আমি আজ অবধি দেখিনি বলে মন্তব্য করেছেন কমেডিয়ান সুনীল পাল এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, মনোজ অভিনীত 'ফেমিলি ম্যান' নিয়েও কুমন্তব্য করে বসেছিলেন তিনি।
সুনীল পালের ওই মন্তব্যের পাল্টা মনোজ বাজপেয়ী সেভাবে গরম উত্তর দেননি। বরং, প্রথমটায় হেসে উড়িয়ে দিয়েছেন। পরে কথা প্রসঙ্গে বলেন, ''এই ধরনের লোক, যাদের জীবনে কোনও কাজ নেই, তাদের প্রাণায়ম করা উচিত।'' দিন কয়েক আগের কথা। স্ট্যান্ড-আপ কমেডিয়ান সুনীল পাল বলেছিলেন, অনেক জনপ্রিয় অভিনেতারাই সেন্সরশিপের অভাবে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করে চলেছেন।
শুধু তাই নয়, পরিবারের সঙ্গে দেখার অযোগ্য শো-ও তৈরি করে চলেছে। সেইসময়েই মনোজ বাজপেয়ী সম্পর্কে কুমন্তব্য করে, তার ওয়েব সিরিজ 'ফেমিলি ম্যান'কে পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করেন সুনীল। কমেডিয়ান সুনীল বলেন, ''এই সব শো বন্ধ হওয়া উচিত। এটাও একধরনের পর্ন।''