শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ০৮:৫২:৩৫

কোটি টাকার জমি প্রতারণা, শিল্পা শেট্টির মা সুনন্দার মামলা দায়ের

কোটি টাকার জমি প্রতারণা, শিল্পা শেট্টির মা সুনন্দার মামলা দায়ের

বিনোদন ডেস্ক : কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে শিল্পা শেট্টির পরিবার। পর্নফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রা যখন জেলে তার মাঝেই আদালতের দ্বারস্থ হয়েছেন শিল্পা। মানহানির মামলা দায়ের করেছেন। এবার অভিনেত্রীর মা সুনন্দা শেট্টিও প্রতারণার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করলেন।

জামাই রাজ জেলে। তারই মাঝে জমি প্রতারণার শিকার সুনন্দা শেট্টি। সুধাকর ঘারে নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১.৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেত্রীর মা। তার অভিযোগ, সুধাকর নামে ওই ব্যক্তি ভুয়ো কাগজপত্র দেখিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে সুনন্দা শেট্টির কাছে একটি জমি বিক্রি করেছিলেন। যে জমিটির আসল মালিকানা এখনও ধন্দে। আর সেই প্রেক্ষিতেই এবার আইনি পথে হাঁটলেন সুনন্দা শেট্টি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় সুধাকর ঘারের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন শিল্পা শেট্টির মা। মুম্বাই পুলিশ এমনটাই জানিয়েছে। উল্লেখ্য, পর্নোগ্রাফি মামলায় আপাতত ১৪ দিনের জন্য আর্থার রোড জেলেই কাটাতে হচ্ছে রাজ কুন্দ্রাকে। অন্যদিকে, বম্বে হাইকোর্টের কাছে ২৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন শিল্পা শেট্টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে