সোমবার, ০২ আগস্ট, ২০২১, ০১:১০:৪৭

মডেল পিয়াসাকে আটক করেছে ডিবি

মডেল পিয়াসাকে আটক করেছে ডিবি

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার দিবাগত রাতে ডিবির গুলশান বিভাগের একটি দল বারিধারার ৯ নং রোডের ৩ নং বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পিয়াসার বাসা থেকে অবৈধ বিদেশি ম'দ, ই'য়া'বা ট্যাবলেট, সি'সা তৈরির কাচামাল ও স্মার্টফোন জব্দ করা হয়। অভিযান শেষে ডিবির নারী সদস্যরা পিয়াসাকে একটি মাইক্রোবাসে তু'লে ডিবি অফিসে নিয়ে যান।

ডিএমপির সিরি'য়াস ক্রা'ইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। তাকে আটক করা হয়েছে।

ডিবি জানায়, অভিযানের সময় পিয়াসার বাসার টেবিল থেকে চার প্যাকেট ই'য়া'বা জ'ব্দ করে ডিবি। তবে ভেতরে কতগুলো ট্যাবলেট রয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি ম'দ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সি'সা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এছাড়াও তার কাছ থেকে ৪টি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে