মঙ্গলবার, ০৩ আগস্ট, ২০২১, ০৮:৫৬:০৮

ভার্টিগো রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ পরীমনি!

ভার্টিগো রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ পরীমনি!

বিনোদন ডেস্ক : ভার্টিগো (মাথা ঘোরা) রোগে আক্রান্ত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তিনি এখন গুরুতর অসুস্থ। তিনি নিজে এ তথ্য জানিয়েছেন। এসই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। লকডাউনের কারণে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না।

পরীমনি জানান, অনেকদিন ধরেই তিনি ভুগছেন ভার্টিগো রোগে। গত লকডাউনের আগে ভারত গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু সেখাবে উন্নতি হয়নি। এই অভিনেত্রী বলেন, রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।

ভার্টিগো এমন একটি রোগ, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে, ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে। জানা গেছে, লকডাউনের পুরোটা সময় বাসায় কাটিয়েছেন পরীমনি। এর মাঝে‌ 'প্রীতিলতা'র লুক নিয়ে কিছুদিন কাজ করেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে