বুধবার, ০৪ আগস্ট, ২০২১, ০৪:২৫:১৭

সহকর্মী, সাংবাদিক ও পরিচিতদের দ্রুত বাসায় আসার অনুরোধ আতঙ্কিত পরীমণি

সহকর্মী, সাংবাদিক ও পরিচিতদের দ্রুত বাসায় আসার অনুরোধ আতঙ্কিত পরীমণি

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির বাসার দরজায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে হাজির হয়েছেন। বার বার কলিং বেল বাজাচ্ছেন আর এ কারণে চরম আতঙ্কে রয়েছেন তিনি। বুধবার (৪ আগস্ট) বিকালে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই ব্যক্তিরা বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তারা পুলিশের লোক বলে দাবি করেছেন। যদিও তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারছেন না পরী।

এই অবস্থায় পরীমনি বনানী থানায় যোগাযোগ করেছেন। সেখান থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু তারা এখনো এসে পৌঁছাননি। পরীর ভাষ্য, ‘আমি এ কারণেই ভয় পাচ্ছিলাম। এখানে আমার কোনো নিরাপত্তা নেই। আমি এতো অসুস্থ। তিন দিন ধরে ঠিকমতো উঠতেই পারছি না।’

এক পর্যায়ে সহকর্মী, সাংবাদিক ও পরিচিতদের দ্রুত তার বাসায় যাওয়ার অনুরোধ জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে