বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। পরে তাকে আজ বুধবার বিকালে রাজধানীর বনানীর বাসা তাকে আটক করা হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে পরীমনির বনানীর বাসায় অভিয়ান শুরু করে র্যাব। 'সুনির্দিষ্ট কিছু অভিযোগের' ভিত্তিতে এ অভিযান বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। পরীমনির রাজধানীর বনানীর বাসায় বিকেলে এ অভিযানে যান র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
আর আগে বিকাল ৪টার দিকে এই অভিযান শুরু হয়। এর ৩০ মিনিট পর পরীর বাসায় একে একে তিন থেকে চারজন র্যাবের নারী সদস্যকে প্রবেশ করতে দেখা যায়। এরপরই পরীমনিকে আটক করা হতে পারে বা হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাকে আটক করার জন্যই র্যাবের নারী সদস্যরা বাসার ভেতরে গিয়েছেন বলে মনে করছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।