রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজের বাসায় থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি ম'দ, তিন প্যাকেট ই'য়াবা, সি'সা, সিসা সেবনের সামগ্রী, বেল্ট, দড়ি, ডা'ণ্ডা, মা'দক সেবনের জন্য ব্যবহৃত বিশেষ কম্বলসহ বিভিন্ন সামগ্রী উ'দ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাসাকে ট'র্চার 'সে'ল বানিয়েছিলেন। যার জন্য বেল্ট, দড়ি ও ডা'ণ্ডা মজুদ রেখেছেন।
অভি'যানে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিকৃ'ত যৌ'নাচারে অভ্য'স্ত ছিলেন নজরুল রাজ। তার বাসা থেকে একাধিক নারী-পুরুষ একসঙ্গে যৌ'নাচারের জন্য ব্যবহৃত এবং বিশেষ কৌশলে তৈরি করা খাট পাওয়া গেছে। রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষে স'মন্বিত যৌ'নাচারে ব্যব'হার্য বিভিন্ন সর'ঞ্জাম দেখে অভি'যান পরিচালনাকারী কর্মকর্তারাও তাজ্জব বনে গেছেন। এসব বিষয়ে নজরুল রাজকে জে'রা' করা হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তিনি বিশেষ উদ্দেশ্যে প'র্নো ভি'ডিও তৈরি অথবা ব্ল্যাকমেইলিংয়ের কাজে এসব ব্যবহার করতেন।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী থানার ৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাসায় অভি'যান শুরু করে র্যাব। রাত সাড়ে ১০ টায় রাজকে একটি গাড়িতে তুলে র্যাব সদর দফতরে নেওয়া হয়। নজরুল রাজ প্রযোজক ও অভিনেতা।