বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ০৮:২৮:১৭

পরীমনিকে গ্রেপ্তার করা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

পরীমনিকে গ্রেপ্তার করা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদের বোতল ও মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেছেন, 'বাংলাদেশে কোনো নারীর বাড়িতে মদ রাখলে, তাকে গ্রেপ্তার করা হয়।'

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেওয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দুটি মামলা করে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের পর সন্ধ্যার দিকে র‌্যাব সদস্যরা পরীমনি, রাজসহ গ্রেপ্তার হওয়া বাকিদের বনানী থানায় নিয়ে আসে। পরে মামলা রুজু শেষে তাদের কোর্টে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে