বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়েছে। বনানী থানা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে আদালতে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বনানী থানা পুলিশ পরী ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয়েছে।
পরীমনিকে আদালতে হাজির করার আগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেছে র্যাব। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব সদর দপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেওয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র্যাব। এরপর বনানী থানায় র্যাব বাদী হয়ে মামলা পৃথক দুটি মামলা করে।