বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ০৮:৫৫:৪৯

পরীমনির আইনজীবী নিয়ে দ্বন্দ্ব, এজলাস ত্যাগ করলেন বিচারক

পরীমনির আইনজীবী নিয়ে দ্বন্দ্ব, এজলাস ত্যাগ করলেন বিচারক

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে আদালতে হাজির করার পর তার পক্ষে আদালতে লড়তে ওকালত নামায় স্বাক্ষর করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হলে একপর্যায়ে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, ''আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।'' চিত্রনায়িকা পরীমনিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়েছে। বনানী থানা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে আদালতে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বনানী থানা পুলিশ পরী ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয়েছে। পরীমনিকে আদালতে হাজির করার আগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে