বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ১১:৪৪:৫৭

পাওয়া গেল আরেক চাঞ্চল্যকর তথ্য, যে একটি দাবিতে এখনও অনড় পরীমনির 'প্রথম স্বামী' সৌরভ

পাওয়া গেল আরেক চাঞ্চল্যকর তথ্য, যে একটি দাবিতে এখনও অনড় পরীমনির 'প্রথম স্বামী' সৌরভ

বিভিন্ন অভিযোগে সময়ের আলোচিত নায়িকা পরীমনি এখন র‌্যাবের হাতে আটক। এই ইস্যুটি বিনোদন জগতে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে পাওয়া গেল আরেক চাঞ্চল্যকর তথ্য, পরীমনির সঙ্গে এখনো তালক হয়নি বলে দাবিতে অনড় তার প্রথম স্বামী কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ। তবে পরে সৌরভকে ছেড়ে পরীমনি একাধিক হয়ে করেন। 

উচ্ছৃঙ্খল জীবনযাপন পরীমনির জন্য কাল হয়ে দাঁড়াবে এবং একদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবেন- এটা সব সময় মনে করতেন তার 'প্রথম স্বামী'। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বুধবার র‌্যাবের হাতে আটক হওয়ার পর এ কথা বলেন সৌরভ। 

কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছোট ছেলে ফেরদৌস কবীর সৌরভ জানান, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে তার বিয়ে হয়। 

২০১৬ সালের দিকে ফেসবুকে তাদের কিছু ছবি ভাইরাল হয়। যেগুলোতে সৌরভের সঙ্গে পরীমনিকে ঘনিষ্ট অবস্থায় দেখা যায়। এ সময় তাদের বিয়ের কাবিননামার ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ওই বিয়ের কথা অস্বীকার করেছিলেন পরী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে