শুক্রবার, ০৬ আগস্ট, ২০২১, ০৩:২৭:৫৯

আপত্তিকর ছবি পোস্ট করতে মানা করায় মালেক আফসারিকে অপমান করেন পরীমনি!

 আপত্তিকর ছবি পোস্ট করতে মানা করায় মালেক আফসারিকে অপমান করেন পরীমনি!

চিত্রনায়িকা পরীমনিকে পরামর্শ দিয়েছিলেন খ্যাতনামা পরিচালক মালেক আফসারি যেন সামাজিক যোযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট না করে। কিন্তু তার পরামর্শ কর্ণপাত না করে উল্টো তাকে অপমান করেন।

ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ বুধবার আটক করে র‌্যাব।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। পরীমনিকাণ্ডে যখন ফেসবুকে সমালোচনার ঝড় বইছিল তখন লাইভে এসে বক্তব্য দেন মালেক আফসারী।  পরীমনিকে একজন নাটকবাজ বলে আখ্যা দিয়ে তিনি বলেন,  সাত-আট মাস আগে সে কিছু উল্টাপাল্টা ছবি ফেসবুকে দেয়, আমি আবার তাকে একটু হুশিয়ার করছিলাম। এটা ঠিক না, এটা মুসলিম দেশ। সে জবাব দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। বলেছিল, ‘আপনি ডিরেক্টর আছেন, ছবি ডিরেকশন দেন। আমাকে ডিরেকশন দিয়েন না।’ 

মালেক আফসারি বলেন, পরীমনির এমন জবাবে আমি আবার মাইন্ড করি নাই, থাক পোলাপাইন! তারপরও বোর্ড ক্লাবের ঘটনায় তার পক্ষ নিয়ে বলেছি, এটা বিচারের আওতায় আনা উচিত। এটাও জনগণ মেনে নিতে পারেনি। এখন আমি দেখতে চাই কি ঘটনা ঘটে। কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে