শুক্রবার, ০৬ আগস্ট, ২০২১, ০৫:৪১:২৭

পরীমনি ইস্যুতে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন জায়েদ খান

পরীমনি ইস্যুতে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নায়িকা পরীমনি ইস্যুতে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদের সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (৬ আগস্ট) বেলা সোয়া ২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ডে শিল্পী সমিতি তার পাশে থাকবে না বলে উল্লেখ করে জায়েদ খান বলেন, শিল্পী সমিতি শিল্পীদের ভালো কাজে পাশে থাকবে, খারাপ কাজে নয়। আমি জায়েদ খানও যদি খারাপ কিছু করি তাহলে আমার দায়ভার কেন শিল্পী সমিতি নেবে?

নায়ক জায়েদ খান বলেন, শিল্পীদের কেউ যদি অপকর্মে জড়িত হয়ে যায় তাহলে এর দায় ওই শিল্পীর নিজের। মানুষ আমাকে খারাপ করার জন্য চেষ্টা করবেই কিন্তু দিন শেষে আমি অভিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে দর্শক হৃদয় জয় করব। কোনো শিল্পী যদি আর্থিক লোভে জড়িত হয়ে যায় তার দায়ভার নিজের, শিল্পী সমিতির নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে