শুক্রবার, ০৬ আগস্ট, ২০২১, ০৮:৪৩:৫৩

পরীমণির তিন কোটি টাকার গাড়ির উপহারদাতাকে খুঁজছে পুলিশ

পরীমণির তিন কোটি টাকার গাড়ির উপহারদাতাকে খুঁজছে পুলিশ

বিনোদন ডেস্ক : পরীমণিকে জিজ্ঞাসাবাদে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চাঞ্চল্যকর তথ্যের মধ্যে এবার আলোচনায় এসেছে পরীমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের সাড়ে তিন কোটি টাকার 'মাসেরাতি' ব্র্যান্ডের গাড়িটি নিয়ে। পরীমণিকে কে উপহার দিয়েছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন গোয়েন্দা পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানা যায়, পরীমণি ব্যবহৃত গাড়িটি ব্যাংক লোন কিংবা নগদ টাকা দিয়ে কেনননি। দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে পরীমণি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন। যদিও পরীমণির পক্ষ থেকে গাড়িটি ব্যাংক লোন করে ক্রয় করা হয়েছিল বলে বলা হয়েছিল।

পরীমণিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই গাড়িটির বিষয়টি উঠে এসেছে। রিমান্ডে পরীমণির দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রয়েছেন নজরদারিতেও। পরীমণিকে সহযোগিতা করায় নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৬ আগস্ট) সন্ধ্যায় পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে