শুক্রবার, ০৬ আগস্ট, ২০২১, ১০:০৯:১৬

আটকের আগে সাংবাদিকদের কাছে যা বললেন চয়নিকা চৌধুরী

আটকের আগে সাংবাদিকদের কাছে যা বললেন চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক : পরীমনির সঙ্গে কাজ করতে গিয়ে 'মিষ্টি' সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, 'পরীমনির সঙ্গে আমার সম্পর্ক শুধুই কাজের ক্ষেত্রে। কাজ করতে গিয়ে ওর (পরীমনি) সঙ্গে অনেক সুইট (মিষ্টি) এবং লাভিং (ভালোবাসার) রিলেশন গড়ে ওঠে।'

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে চয়নিকা সাংবাদিকদের এসব কথা বলেন। এর পরপরই অবশ্য তাকে আটক করে ডিবি। আটকের আগে চয়নিকা আরও বলেন, ''আমি ওকে (পরীমনি) এমন (অপরাধমূলক) কোনো কর্মকাণ্ডে দেখিনি। যদিও আমার আর ওর (পরীমনির) কাজের সময়টা অল্প, শুধুমাত্র শ্যুটিংয়ের সময়টুকুই। ওর ব্যক্তিগত যা যা কিছু, তা ওর ব্যক্তিগত জায়গায় আছে। সেগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাইনি।''

পরীমনির বাড়িতে আসা-যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আমি তার বাসায় আসা-যাওয়া করতাম, সেটা সব সময় না। বোট ক্লাবের ঘটনার পর গিয়েছিলাম। তার ৪১ দিন পর আবার আমার সঙ্গে তার দেখা হয়েছে। সেখানে (পরীমনির বাসায়) গেলে আমি এক-দেড় ঘণ্টা থাকতাম।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে