শনিবার, ০৭ আগস্ট, ২০২১, ০৯:০৪:৩৮

নায়িকা পরীমণি-হেলেনাসহ ৬ জনের বাসায় একযোগে তল্লা'শি চালাচ্ছে সিআইডি

নায়িকা পরীমণি-হেলেনাসহ ৬ জনের বাসায় একযোগে তল্লা'শি চালাচ্ছে সিআইডি

পুলিশের অপ'রাধ তদ'ন্ত বিভাগ (সিআইডি) এবার চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিস্কৃ'ত নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় একযোগে তল্লা'শি চালাচ্ছে।

আজ শনিবার বেলা ৩টা থেকে গ্রেফতারকৃত ছয়জনের বাসায় ফে'র তল্লা'শি অভি'যান শুরু হয়েছে বলে সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন। জানা গেছে, মূলত মামলার তদ'ন্তের অংশ হিসেবে এই অভি'যান চা'লানো হচ্ছে।

পৃথক ঘট'নায় সম্প্রতি আট'ক নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্র'তা'র'ণা, ব্ল্যা'ক'মে'ইল, মা'দক ব্যবসাসহ নানা অভিযোগে দায়ের হওয়া ৭টি মামলার তদ'ন্তভার সিআইডিতে স্থানাস্তর করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে