শনিবার, ০৭ আগস্ট, ২০২১, ১০:১৭:২৭

সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক, পরীমণির বোঝা উচিত : অঞ্জনা

সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক, পরীমণির বোঝা উচিত : অঞ্জনা

‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমণি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত’ বলে দাবি করেছেন অভিনেত্রী অঞ্জনা সুলতানা। পরীমণির ইস্যুকে কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।

আজ শনিবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে শিল্পী সমিতির অন্যান্যদের সঙ্গে অঞ্জনাও উপস্থিত ছিলেন। তিনি এসময় আরও বলেন, ‘সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’

অঞ্জনা বলেন, ‘পরীমণি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই। কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে।’ 

এদিকে, এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত ঘোষণা করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে