বোমা আতঙ্কে বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাংলো আর মুম্বাইয়ের তিনটি রেলস্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাংলো, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা স্টেশন ও দাদর স্টেশনে বোমা পেতে রাখা হয়েছে বলে পুলিশের কাছে ফোন আসে।
ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রটেকশন ফোর্স, বো'মা শনা'ক্তকরণ ও নি'ষ্ক্রিয় ইউনিট, ডগ স্কো'য়াড এবং স্থানীয় পুলিশ ব্যাপক ত'ল্লাশি চালায়।
তবে ত'ল্লাশির পর সেখানে সহেন্দজনক কিছু পায়নি পুলিশ। ওই সব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রাখা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো না'শক'তার পরিকল্পনা চলছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।