রবিবার, ০৮ আগস্ট, ২০২১, ০৪:০৮:১৫

ক্ষোভ প্রকাশ করে পপিকে নিয়ে যে ভয়ানক তথ্য দিলেন নায়িকার মা

 ক্ষোভ প্রকাশ করে পপিকে নিয়ে যে ভয়ানক তথ্য দিলেন নায়িকার মা

বিনোদন ডেস্ক : ক্ষোভ প্রকাশ করে পপিকে নিয়ে যে ভয়ানক তথ্য দিলেন নায়িকার মা! ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি তার মায়ের কোনো খোঁজ-খবর নেন না বলে অভিযোগ উঠেছে। একটি ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন পপির মা মরিয়ম বেগম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পপি বলে, আমাকে সে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।’

বিভিন্ন সময়ে পপি বলেছেন, তিনি তার মাকে ভীষণ ভালোবাসেন। মায়ের সহযোগিতাতেই তিনি সিনেমার নায়িকা হতে পেরেছেন, এতদূর এগোতে পেরেছেন। তবে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘২০০৭ সালের পর থেকে পপি আমার সাথে থাকে না। আমি এখন কোথায় আছি, পপি সেটাও জানে না। পপি কোথায় থাকে আমি জানি না।’

বেশ কয়েক মাস ধরে অন্তরালে চলে গেছেন পপি। গুঞ্জন আছে, এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত তিনি। কিছু দিন আগে পপির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে