বিনোদন ডেস্ক : পরীমনির বিলাসবহুল ও মা'দকাস'ক্ত জীবনের খবরে যখন ডুবে আছে দেশবাসী তখন সনামধন্য চলচ্চিত্রকার কাজী হায়াৎ প্রশ্ন রেখেছেন, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়ার গরিব ঘরের স্মৃতি নামের মেয়েটিকে কারা পরীমনি বানিয়েছে? কারা তাকে মা'দকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে? পিরোজপুরের স্মৃতি ওরফে পরীমনি ঢাকায় আসার আগে কখনো কি হু'ইস্কি, বি'য়ার, শি'ভাস রি'গ্যা'ল, রে'ড লে'বেল, ভ'দ'কা—এসবের নাম শুনেছিলেন?’
এক গণমাধ্যমে কাজী হায়াৎ বলেন, ‘আসলে পরীমনির সৌন্দর্যই পরীমনির শ'ত্রু। এ কারণেই বেশির ভাগ মানুষ তার সান্নিধ্যে গেছেন। তারাই তাকে বিপথে ঠে'লে দিয়েছেন। তারা তাকে সুন্দর পথের সন্ধান দেননি। তারা পরীমনির সৌন্দর্যকে সৃষ্টিশীল কাজে লাগাননি।’
পরীমনির কোনো অভিভাবক ছিল না জানিয়ে এ নির্মাতা বলেন, ‘পরীমনিকে সুপথে গাইড দেওয়ার কেউ ছিল না। আর এই সুযোগটা অনেকে নিয়েছেন। গেঁয়ো মেয়ে স্মৃতিকে যারা উচ্চাভিলাসী, মা'দ'কাস'ক্ত পরীমনি বানিয়েছেন তারা আজ কোথায়? তাদের নাম প্র'কা'শ্যে আনা হোক। তাদের হাত বেঁ'ধে নিয়ে যাচ্ছে না কেন পুলিশ!’