বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম পরীমনি, রাজ, পিয়াসা ও মৌ। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন তারা। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মিলেছে সংশ্লিষ্টতা।
মামলাগুলোর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, মোটা অংকের ঋণ পাস করাতে মডেল-অভিনেত্রীদের কাজে লাগাতেন প্রভাবশালী অনেক ঋণগ্রহীতা। এছাড়া আপত্তিকর ভিডিও-ছবি ধারণ করে পরে সংশ্লিষ্ট ব্ল্যাকমেইল করতেন তারা।
রোববার (৮ আগস্ট) সিআইডির এডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, পরীমনি, পিয়াসা ও মৌকে জিজ্ঞাসাবাদে তাদের পৃষ্ঠপোষক হিসেবে অনেকের নাম পাওয়া গেছে। তারা ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এতে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা যাবে না।
তিনি আরও বলেন, যেসব নাম পাওয়া যাচ্ছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং সত্যিকার অর্থে যারা এসব অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
পরীমনি-পিয়াসার সঙ্গে ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সখ্যতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, অনেক নাম পাওয়া যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে কারো নাম বলা যাচ্ছে না। খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন- এমন কেউ রোববার পর্যন্ত সিআইডির কাছে লিখিত অভিযোগ করেননি বলেও জানান তিনি।